এশিকা ইন্টারন‍্যাশানাল ওপেন ক‍্যারাটে চ‍্যাম্পিয়ানশিপ ২০১৯ এ হুগলী জেলার জয়জয়কার


রিজু ঘোষ : বিহারের পাটলিপুত্র স্পোর্টস কম্পপ্লেক্সে আয়োজিত এশিকা ইন্টারন‍্যাশানাল ওপেন ক‍্যারাটে চ‍্যাম্পিয়ানশিপ -২০১৯ প্রতিযোগিতায় বাংলার হুগলী জেলার ছেলেমেয়েরা ৪ টি স্বর্ণপদক ও ৩টি রৌপ্য পদক জিতে বাংলার নাম উজ্জ্বল করল। ভারত,বাংলাদেশ, নেপাল, ভুটান থেকে কয়েকশো প্রতিযোগি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। হুগলী জেলার তিষা মন্ডল, বিজু মন্ডল, পূজা মল্লিক স্বর্ণ পদক বিজয়ী হয়।মায়ঙ্ক গুপ্তা, পিন্স কুমার, রুপ রৌপ্য পদক বিজয়ী হয়। তাদের এই সাফল্যে খুবই খুশি হন তাদের প্রশিক্ষক রাণা মন্ডল ও সনাতন হালদার । তারা জানান, এই সাফল‍্য প্রতিযোগিদের দলগত সাফল‍্য ও তাদের হার না মানা মানসিকতাই তাদের প্রতিযোগিতায় বিজয়ী হতে সাহায্য করেছে।

কঠোর পরিশ্রম করলে আগামীদিনে তারা আরও ভালো ফল করবে বলেও আশাবাদী প্রশিক্ষকরা। ২২ ও ২৩ এপ্রিল এই ক‍্যারাটে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অল ইন্ডিয়া সুটো রায়ু ক‍্যারাটে ডো অ্যকাডেমি (এ.আই.এস.কে.এ) এই প্রতিযোগিতার মুখ‍্য উদ‍্যোক্তা।।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

three × three =