তপন মিত্রের জায়গায় পদে বহাল তপন পাল


শঙ্খ ভট্টাচার্য : তপন মিত্র অপসারিত হলেন দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ থেকে। হাওড়ার বিজয়ী প্রার্থী প্রসূন ব্যানার্জী তার কাজে খুশি ছিলেন না। এমনকি দলের মধ্যে অন্তর্দন্দ্ব যাতে বৃদ্ধি না পায় তার ফল স্বরূপ পদ ছাড়তে বাধ্য হলেন তপন মিত্র। “দক্ষিণ হাওড়ার উন্নতির জন্য এই দলীয় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তৃণমূল কংগ্রেস”, এমনটাই জানিয়েছেন বর্তমান দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের কার্য্যকারী সভাপতি তপন পাল।

বর্তমানে দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত হলেন বিশ্বজিৎ মুখার্জী। দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামী বিধানসভা নির্বাচনে আরও বেশি ব্যবধান বজায় রাখবেন বলে আশাবাদী। এবার ২৫ হাজার এর বেশি ব্যবধান ছিল এই কেন্দ্র থেকে বিজেপির বিরুদ্ধে। দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের কার্য্যকারী সভাপতি পদে নিযুক্ত হলেন তপন পাল। তার কর্ম দক্ষতার জোরে ও অক্লান্ত পরিশ্রমের ফল এই কার্য্যকারী সভাপতি পদ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

18 − twelve =