দোল পূর্ণিমায় তেপান্তরের মঞ্চ মাত


সুমন দেঃ হাওড়া ঝুলতলার বাসিন্দা শৈলেন দাস গত কয়েক বছর ধরেই পালন করে আসছেন দোল উৎসব মহা ধুমধাম করেই। এবছরেও দিনভর ছিল বাউল, কীর্তনের জমজমাট আসর, তার সাথে সাধুভক্তদের অন্নসেবার আয়োজনও ছিল চোখে পড়ার মতো । এইদিন সন্ধ্যায় এক জলসার আয়োজন করা হয়। যেখানে এলাকার আট থেকে আশি সব বয়সের শিল্পীরাই উপস্থিত ছিলেন। সঙ্গীতানুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিল, জনপ্রিয় বাংলা ব্যান্ড তেপান্তর এর পারফর্মেন্স ।

মঞ্চ মাতালো বাংলা ব্যান্ড তেপান্তর, “ছাতা ধরো হে দ্যাওড়া”, “কলংকিনী রাধা” র সুরে। মনজয় করলেন শ্রোতাদের ।

তেপান্তরের কর্ণধার বাবী কে প্রশ্ন করলে তিনি জানান,” শৈলেন দার একার হাতে এতো বড়ো আয়োজনে আমি সত্যি অবাক, আর অডিয়েন্স নিয়ে কিছু বলার নেই, ওনাদের ভালোবাসা পেয়ে আমি ভীষণ খুশি”।

এদিন শৈলেন বাবু বলেন, “দু দিন ধরে আয়োজন চলছিল, এতো মানুষের সমাগম, এই অনুষ্ঠান দিন দিন আরো বড়ো হয়ে যাচ্ছে । আগামী বছর চেষ্টা চলছে যাতে আরো ভালো করে আরো বড়ো জায়গা নিয়ে আয়োজন করা যায়”।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

eight − three =