পঞ্চম বর্ষে প্রতীতি


নিজস্ব প্রতিবেদন : অনেকটা স্বপ্ন, অনেকটা ভালোবাসা আর অনেকখানি অনুভূতি নিয়ে প্রতীতি’র পথ চলা শুরু হয়েছিল । প্রথম অনুষ্ঠানের জন্য কোনো হল ভাড়া করা তো দূর, ছাদই ছিলো এদের মঞ্চ। তবে বেশ ভালই ছিল। একটা রুফ টপ কনসার্টের আমেজ এনে দিয়েছিল।

সেই শুরুর পথে বেশ কিছু মানুষ সাহস দিয়েছিলেন, পাশে ছিলেন। আর এইসবকিছুর প্রতিদান হিসাবে আরো কবিতা শুনতে চাইলেন তাঁরা।

আর তারই ফলস্বরূপ, পঞ্চম বর্ষে মহিয়ারী কুন্ডু চৌধুরী স্কুলের হল ঘরটি পরিপূর্ণ হয়ে উঠলো শ্রোতাদের উপস্থিতিতে।

এবছরটা প্রতীতি সঙ্গে পেয়েছে এমন কিছু মানুষকে যাঁরা চলার পথের পাথেয় হয়ে থাকবেন চিরকাল।যেমন ছিলেন প্রদীপ্তবাবু( হাওড়া জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক) উদ্বোধক হিসেবে। ছিলেন ডঃ দীপক চন্দ্র পোদ্দার প্রধান বক্তা হিসেবে সঙ্গে সভাপতি তপন গাঙ্গুলি প্রমুখ। সবমিলিয়ে প্রতীতি জমজমাট।।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

12 − nine =