বাসের রেষারেষির বলি ঠিকাশ্রমিক, পথ অবরোধ


প্রিতম চৌধুরী : দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার জিনজিরা বাজার ফাঁড়ির অন্তর্গত নয়া বস্তি এলাকায় বজবজ ট্রাঙ্ক রোডে দুটি বাসের রেষারেষির বলি পুরুলিয়ার বাসিন্দা কানাই বেশরা(৫৪) নামের রাস্তা তৈরির এক ঠিকা শ্রমিক। এলাকার লোকেরা জানাচ্ছেন, জিনজিরা বাজার থেকে বাটা পর্যন্ত ওভারব্রিজ তৈরি হয়ে গেছে ৩ মাস।
সেই সময় প্রশাসন জানিয়েছিল যে নিচের রাস্তা ১ মাসে মধ্যে ঠিক করা হবে কিন্তু তা হয়নি। ৪ মাস হয়ে গেলেও রাস্তা তৈরির কাজ শুরু হলেও শেষ হয়নি।স্থানীয় লোকেদের দাবি এই রাস্তা খারাপের জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আজও নয়া বস্তী এলাকায় ওই ব্যক্তি যখন দুপুরের খাবার খেতে যাচ্ছিল,ঠিক সেই সময় বজবজ গামি SD/30 এবং 77A রুটের বাসএর রেষারেষি করে যাচ্ছিল তারাতলা থেকে বজবজ এর দিকে । SD/30 ওভারটেক করার সময় লোকটিকে ধাক্কা মারে ,ঘটনাস্থলেই মারা যায় ।যখন এই ঘটনা ঘটে পাবলিক রাস্তা অবরোধ করে মৃত ব্যাক্তির ক্ষতিপূরণের দাবিতে। প্রায় ২০ মিনিট রাস্তা অবরোধ করে রাখে স্থানীয় মানুষ ,পরে পুলিশ এসে লাঠি চার্জ করে অবরোধ তুলে দেয়। এবিষয়ে মহেশতলার বিধায়ক তথা মহেশতলার চেয়ারম্যান দুলালচন্দ্র দাস যেমনটা আমাদেরকে ফোনে জানান আর দিন পনেরোর মধ্যেই এই নিচের রাস্তা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। এত দিন যখন কষ্ট করেছেন আর কয়েকটা দিন একটু সময় দিন, এই দাবি জনসাধারণের কাছে রাখলেন দুলাল বাবু।।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

three × 5 =