রাজ্যে এলেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক


নিজস্ব প্রতিবেদনঃ পঞ্চায়েত নির্বাচন সহ আরও বেশ কয়েকটি ভোটে প্রশাসনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তার দিকে নজর রেখেই ভোটের ১১দিন আগেই কলকাতায় এসে হাজির পশ্চিমবঙ্গে নিযুক্ত নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। কলকাতা বিমানবন্দরে নেমে এদিন তিনি আরও জানান, ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানো এবং পুলিশকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিতেই এত তাড়াতাড়ি তিনি পশ্চিমবঙ্গে এসে হাজির।

অন্যদিকে বিজেপি নেতা মুকুল রায় অভিযোগের সুরে বলেন, ‘সেন্ট্রাল ফোর্স কলকাতায় ঘুরিয়ে কি হবে? এলাকা ভাগ করার দায়িত্ব সিআরপিএফ’র। কিন্তু সেখানে সেন্ট্রাল পুলিশের মতো পোশাক পরিয়ে রাজ্য পুলিশকে ঘোরানো হচ্ছে’। মুকুল রায়’র আরও দাবী এখন থেকেই তাদের প্রার্থীদের মারধর করে ভোট প্রচার বন্ধ করার হুমকী দিচ্ছে।

তবে, নির্বাচন কমিশনের কাছে প্রত্যেকটা বিরোধী দলেরই একটাই বক্তব্য এবং দাবী, সারা বাংলা জুড়ে যেন অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়। যেন পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি আবার না ঘটে।।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

5 × one =