লোকসভা ভোটের প্রাক্কালে ব্রিগেডের মহাসভায় প্রধানমন্ত্রী


রুপা ব্যানার্জী : লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে বিজেপি’র ব্রিগেড সমাবেশ ঘিরে আরও একপ্রস্থ তরজা শুরু হল। বুধবার, সপ্তাহের মাঝে প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশকে অনেকেই ভাল চোখে নিচ্ছে না। কারন সপ্তাহের মাঝে কাজের দিনে সাধারণ মানুষকে ভালমতই বিপাকে পড়তে হবে। এছাড়াও এই সভা উপলক্ষ্যে বিজেপি এক মহামিছিলেরও ডাক দিয়েছে। শিয়ালদহ স্টেশন এবং রাজ্য বিজেপির সদর দপ্তর মুরলীধর সেন লেন থেকে বিশাল মিছিল বেরোবে। এছড়াও হাওড়া স্টেশন ও আরও বেশ কয়েকটি জায়গা থেকেও মিছিল বেরোবে। শহরের ব্যস্ততম এলাকায় কর্মব্যস্ত দিনে এরকম মিছিল বেরোনোর ফলে যানজট অবশ্যম্ভাবি।

পুলিশ সূত্রের খবর, বেলা ১১টা থেকে মিছিল শুরু হতে পারে। আরও জানা গেছে, বিকাল ৩টায় প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দরে নামবেন। সেখান থেকে হেলিকপ্টারে করে রেসকোর্স। তারপর গাড়িতে ব্রিগেড। নিরাপত্তার দায়িত্বে থাকবে স্পেশাল প্রোটেকশান গ্রুপ। এছাড়াও সমস্তরকম পদ্ধতি মেনেই শহরকে নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে।।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

16 − 12 =