আফগানিস্তানে বাড়ছে প্রতিরোধ, জালালাবাদে বিক্ষোভের মুখে তালিবান 


 

১৯ আগস্ট, ২০২১, নিজস্ব প্রতিবেদন: তালিবানের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত জালালাবাদে শোনা গেল প্রতিরোধের সুর। সেই প্রতিরোধের মুখ হয়ে উঠলেন মহিলারা। সংবাদসংস্থা সূত্রে, একদা নিজেদের ‘হাতে’ থাকা জালালাবাদে বুধবার সকালেই প্রতিরোধের মুখে পড়ে তালিবান। আফগানিস্তানের জাতীয় পতাকা হাতে তাদের বিরুদ্ধে সরব হন সাধারণ মানুষ। এই প্রতিবাদের মুখ হন আফগান মহিলারাই।‘তালিবান চাই না’, এই স্লোগান তুলে রাস্তায় নামেন তারা। জালালাবাদ শহরের মূল বাজার এলাকায় জনতার প্রতিরোধের মুখে পড়ে তালিবানরা। এমনকি বিভিন্ন জায়গা থেকে তালিবান পতাকা খুলে আফগানিস্তানের জাতীয় পতাকা লাগাতে থাকে উত্তেজিত জনতা। রূপ। সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেসের সাংবাদিকের দাবি, এর মধ্যেই বিনা প্ররোচনায় গুলি চালায় তালিবান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। এই ঘটনায় বাজার এলাকায় বিভিন্ন জায়গায় জখম হয় একাধিক সাধারণ মানুষ। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। কূটনৈতিক মহলের দাবি, ক্ষমতা দখলের মাত্র কিছু ঘণ্টার মধ্যেই প্রতিরোধের মুখে তালিবান। যা তাদের কাছেও ‘অশনি সংকেত’।

ছবি: সংগৃহীত


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

eighteen − sixteen =