উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত


নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক এর পর এবার উচ্চ মাধ্যমিক এর ফল প্রকাশ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। এবছর ছাত্রদের থেকে ছাত্রী পরীক্ষার্থীর হার ৬.২৬ শতাংশ বেশি ৷ পরীক্ষা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি ৷ শেষ হয়েছিল ১৩ মার্চ ৷ ৭৪ দিনের মাথায় প্রকাশিত ফল ৷ এবছর মোট পাশের হার ৮৬.২৯%৷ ছেলেদের পাশের হার ৮৭.৪৪% ৷ মেয়েদের পাশের হার ৮৫.৩০% ৷ এবছর মেরিট লিস্টে নাম রয়েছে ১৩৭ জন পরীক্ষার্থী যা এখনও পর্যন্ত একটি রেকর্ড ৷

সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করেন সংসদ সভাপতি মহুয়া দাস। সংসদের ইতিহাসে প্রথমবার মেধাতালিকায় ১৩৭ জন পরীক্ষার্থী স্থান পেয়েছে। রাজ্যে মোট পাশের হার ৮৬.২৯%।

প্রথম: ৪৯৮ পেয়ে প্রথম হয়েছে বীরভূমের শোভন মন্ডল ও কোচবিহারের রাজর্ষী বর্মন।

দ্বিতীয়: সংযুক্তা বসু, স্বর্ণদ্বীপ, ঋতম নাথ, মহম্মদ মাসুম আখতার, অনাতপ মিত্র। প্রাপ্ত নম্বর ৪৯৬।

তৃতীয়: বর্ধমানের সুপ্রিয় চক্রবর্তী, মৃন্ময় মণ্ডল, সুপ্রিয় শীল। প্রাপ্ত নম্বর ৪৯৪।

চতুর্থ: রাকেশ দে, মহাকাশ রক্ষিত, অতিৎসা সাহা, শ্রমণ জানা, শ্রেয়সী সরকার। প্রাপ্ত নম্বর ৪৯২।

পঞ্চম: অভিজিত সাহু, রত্নদীপ সেন, সৌরভ কাবারি, তীর্থরাজ বেহরা, শীর্ষেন্দু ঘোষ, পুস্পেন্দু খান, সূর্যতপ বসু, সাগর সরকার, সত্যকম কর, প্রত্যয় দে, বীরেশ্বর ঘোষ, সহিতাগ্নি চক্রবর্তী, অনির্বাণ খাড়া, অর্ক দাস। প্রাপ্ত নম্বর ৪৯১।

ষষ্ঠ: পল্লব ঘোষ, কিরণ মণ্ডল, মোজাম্মেল হক, স্বর্ণজিৎ পোদ্দার, অর্পণ দাস, তিতলি মুখোপাধ্যায়, সপ্তর্ষি রায়, সৌম্য সামন্ত, ধ্রুব মিত্র, স্নিগ্ধা বর্মণ, অত্রি বিশ্বাস, শঙ্খদীপ বেরা, স্বর্ণেন্দু পাল, অর্ধেন্দু ঘোষ, ময়ূখ মালি দাস, সায়ন বন্দ্যোপাধ্যায় প্রাপ্ত নম্বর ৪৯০।

সপ্তম: সুনয়ন সরকার, সাফিদা খাতুন, সৈকত বেরা, স্বপ্নময় গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল রায়, সায়ন্তন মুখোপাধ্যায়, রাজীব হাজরা, অয়ন মজুমদার, শুভ্রশঙ্খ দত্ত, রুপম দে, মৈনাক মান্না, সৃজিতা দাস, দেবরূপ সিনহা, সৌতম ভট্টাচার্য, সৌম্যদীপ পায়রা। প্রাপ্ত নম্বর ৪৮৯।

অষ্টম: গৌরম সিংহ, ঋষিত ঘোষ, কুন্তল দাস, রাতুল সামন্ত, নীলমনি সাহা, সৃজিতা ঘোষ, নরিন খাতুন, শুভদীপ নন্দী, দেবজ্যোতি পাল, শুভম মাইতি, স্বপ্ননীল সেন, দেবপ্রিয়া সিল, মধুরিমা দত্ত, অয়ন চক্রবর্তী, আদিত্য বসু, কাজী ফৈয়দ আহমেদ, সাবন্তন সাহা, অভিজিত গুপ্তা, মৌলেন্দু কুন্ডু, ঋদ্ধিমান বিশ্বাস, সায়নী আলম, সৌমিক সরকার, ইশিতা চট্টোপাধ্যায়, শ্রেয়া দাস। প্রাপ্ত নম্বর ৪৮৮।

নবম: ইষিতা পাণ্ড, দিশিকা মান্না, সায়ন পাল, শুভম পাল, সোমা সাহা, কৌস্তব চক্রবর্তী, প্রিয়া মুরালি, সূর্যতপা সাঁতরা, মৈনাক জানা, অস্মিতা চট্টোপাধ্যায়, প্রীতিলতা রাজবংশী, সৌম্যদীপ খান, সুমন মাহাতো, সোমলগ্না চট্টোপাধ্যায়, হৈমন্তিকা কর্মকার, অনিকেত ঘোষ, দেব,ইতা দাস, মানস প্রতিম বিশ্বাস, নিলয় চক্রবর্তী, তৃষিতা হাসার, লক্ষীপ্রিয়া পতি, আয়ুষ পণ্ডিত। প্রাপ্ত নম্বর: ৪৮৭।

দশম: কমল সাহা, কোমল সিং, সাগর চন্দ, ধ্রুব নন্দী, সূর্য সরকার, অর্পন বন্দ্যোপাধ্যায়, দীপ প্রকাশ বসু, সুনন্দ মণ্ডল, আরজু সুলতানা, ঋতজিত সেন, প্রণব্রিতা মণ্ডল, সুশোভন পাল, অনুপম পাল, রৌম্যজিট সরকার, অগ্নিভ দাস, অনন্যা সিনহা, সুজস পাল, অয়নী নন্দী, অরবিন্দ পাঁজা, দীপ্তেশ পাল, প্রিয়া দে, মাফুজা খান, অত্রিদেব মণ্ডল, শ্রীমন্দী সাহা, অর্পিতা মৃধা, দেবজ্যোতি মাইতিপ্রাপ্ত নম্বর: ৪৮৬।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

eight − six =