উত্তর হাওড়া শিল্পী সংস্থা আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের”স্মরণে বরণে”


সৌরভ সিংহ : ১৫টি সংস্থার যৌথ উদ্যোগে হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠিত হয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে বরণে। অনুষ্ঠান শুরুর আগে বিদ‍্যাসাগর কলেজের পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গার প্রতিবাদে এক ধিক্কার সভার আয়োজন করা হয়।

সংস্থার প্রাণপুরুষ শমিত ঘোষ বলেন, যারা এই ধরনের নোংরা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে গর্জে উঠুক সব শ্রেণীর মানুষ। মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ শ্রীকুমার চট্টোপাধ্যায়, স্বপ্না ঘোষাল। সতীনাথ মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। সংস্থার সভাপতি মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা বলেন আজ বিশ্বায়নের ফলে মানুষ মানুষের থেকে অনেক দূরে চলে গেছে, সকলকে ঐক্যবদ্ধ করতে ও সংস্কৃতির বাতাবরণ ফিরিয়ে আনতেই এই প্রয়াস।।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

fifteen − fourteen =