কপিলমুনির আশ্রম থেকে


রণতোষ মুখোপাধ্যায় : সবতীর্থ বারবার গঙ্গাসাগর একবার। গঙ্গা নদীর মর্ত্যে প্রত্যাবর্তন ও সগর রাজার ৬০হাজার পুএের জীবন বিসর্জনের লোকগাথাকে ঘিরে গড়ে উঠেছে এই তীর্থস্হান। তবে লোককাহিনি অনুসারে এখানে কপিলমুনির যে আশ্রম ছিল সেটি সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেলেও ভক্ত সমাগম বাড়তে থাকে আশ্রমকে কেন্দ্র করে।

বর্তমান কপিলমুনির মন্দিরটির আগে আরও সাতটি মন্দির‌ হারিয়ে গেছে কালের গর্ভে।

কেন বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার! বহুআগে বড় বড় কাঠের পাল তোলা নৌকা সারা মাসের সব রসদ নিয়ে পাড়ি জমাতো গঙ্গাসাগরে কপিল মুনির মন্দিরে তীর্থ করতে। যারা যেতেন এই তীর্থে তাদের বাড়ির লোকজন চোখের জল ফেলতেন। গঙ্গাসাগরের পথ সেসময় এতটাই দুর্গম এবং বিপদসঙ্কুল ছিল অনেক নৌকাই নাকি যাবার পথে বা ফেরার পথে ডুবে যেত। তাই যারা যেতেন তাদের সকলেই যে পুণ্য অর্জন করে বাড়ী ফিরবে এমন নিশ্চয়তা ছিলনা। তাই সবতীর্থ করেও মানুষ একবার গঙ্গাসাগর যাবার চেষ্টা করতেন।।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

5 × 3 =