রণতোষ মুখোপাধ্যায়: বসন্ত এসে গেছে। পায়ের তলায় সর্ষের পাদুকাধারী বাঙ্গালি এবার পাড়ি জমাবেন দীঘা, শান্তিনিকেতন নাহয় পুরুলিয়া। ফাগুন লেগেছে বনে বনে, মনে মনে। তাই আবিরে, পলাশে মাখামাখি সেই চেনা গন্তব্যের বাইরে একটু অন্যরকম খোঁজে Bengal Bulletin এর হয়ে আমি দীঘায়। দীঘা শুনেই যারা ভাবছেন ‘শেষে কিনা সেই দীঘা’! তাদের উদ্যেশ্যে বলবো প্রায় সকলেই দীঘা, উড়িষ্যা বর্ডারে চন্দনেশ্বর মন্দিরে প্রায় সকলেই গেছেন কিন্তু আর এগোন নি। এবার দীঘা গেলে যেখানে থেমে ছিলেন শুরু করুন সেখান থেকেই। চন্দনেশ্বর মন্দিরকে পাশে রেখে এগিয়ে যান। সোজা রাস্তা, দুপাশে প্রকৃতির অপরূপ শোভা, দেখবেন ধীরে ধীরে ম্যানগ্রোভ অরন্যে প্রবেশ করেছেন। এটিই বিচিত্রপুর। নিরিবিলি প্রকৃতির মুগ্ধতায় দুদন্ড কাটিয়ে এগিয়ে চলুন নদী-সমুদ্রের মেলবন্ধন ‘কীর্তনীয়া’য়। সব পেরিয়ে এবার আমাদের আসল গন্তব্য ভুষন্ডেশ্বর। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ শিবলিঙ্গ দর্শনে। মহাদেব এখানে আপন খেয়ালে বিরাজমান। মাটির ওপরেই শিবলিঙ্গের পরিধি প্রায় ১২ ফুট। মাটির নীচে কতটা তা জানা সম্ভব হয় নি। এই বসন্তে চলে আসুন প্রকৃতি ও ঈশ্বরের ভালবাসার স্বর্গ এই ‘বিচিত্রপুর’এর বৈচিত্র চাক্ষুষ করতে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

sixteen + 3 =