তালিবানকে নিষিদ্ধ করল ফেসবুক, তালিবানের সমর্থনে পোস্ট করলেও কড়া পদক্ষেপের ঘোষনা  


 

১৭ আগস্ট, ২০২১, নিজস্ব প্রতিবেদন: আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তালিবানকে নিষিদ্ধ করল ফেসবুক। এমনকি তালিবানের পক্ষে করা সমস্ত পোস্ট মুছে দেওয়ার সিদ্ধান্ত নিল ফেসবুক সংস্থা। এই মূহুর্তে তালিবানি আতঙ্কে কাঁপছে আফগানিস্তান। প্রাণ বাঁচাতে দেশ ছাড়ার চেষ্টা করছেন সেখানকার বাসিন্দারা। প্রকাশ্যে আসছে সেখানকার মানুষের করুণ পরিস্থিতির ছবি। এই পরিস্থিতিতে তালিবান ও তাদের পক্ষে করা যাবতীয় পোস্ট মুছে ফেলার সিদ্ধান্ত নিল ফেসবুক। তালিবানরাও যে কোনও বার্তা প্রচারের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকেই ব্যবহার করে তাই সেই সব দিক বিবেচনা করে ফেসবুকের তরফে তালিবানকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেসবুকের তরফে জানানো হয়েছে, “মার্কিন আইন অনুযায়ী তালিবান জঙ্গি সংগঠন। তাই ফেসবুক থেকে ওই সংগঠনকে নিষিদ্ধ করা হচ্ছে।” এখনও পর্যন্ত ফেসবুকে তালিবানদের সমর্থনে যা পোস্ট করা হয়েছে, তা মুছে ফেলা হবে তবে নতুন করে পোস্ট করা হলে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে জুকারবার্গের সংস্থা।

ছবি: সংগৃহীত


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

one × 4 =