দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল পুরীর মন্দির


 

২৩ আগস্ট, ২০২১, নিজস্ব প্রতিবেদন: করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় কড়া পদক্ষেপ নিয়েছিল ওড়িশা সরকার। পুরীর জগন্নাথ মন্দিরের দরজা দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল তবে ১২ আগস্ট প্রথম মন্দির খোলা হয় শুধুমাত্র সেবক ও তাঁদের পরিবারের জন্য। এরপর দ্বিতীয় দফায় পুরীর স্থানীয় বাসিন্দাদের জন্য মন্দির খোলা হয়েছিল ১৬ থেকে ২০ আগস্ট পর্যন্ত। তবে এবার ২৩ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল মন্দিরের দরজা। ওড়িশা সরকারের তরফ থেকে কোভিড বিধি মেনে সকল দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি শনি ও রবিবার বন্ধ থাকবে মন্দির। বাকি সপ্তাহের ৫ দিন সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে মন্দিরের দরজা। মন্দিরে ঢুকতে গেলে লাগবে টিকাকরণ সার্টিফিকেট বা আরটিপিসিআর টেস্টের রিপোর্ট। এছাড়াও সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ডও।

ছবি: সংগৃহীত


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

one × 1 =