দেশীয় ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত 


 

১১ আগস্ট, ২০২১, নিজস্ব প্রতিবেদন: এবার প্রতিরক্ষা ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে গেল ভারত। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। সূত্রে খবর, বুধবার ওড়িশা উপকূলে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ডিআরডিও। দেশীয় ক্রুজ ইঞ্জিনের মদতে প্রায় ১৫০ কিলোমিটার দূরে নির্দিষ্ট লক্ষ্যে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্রটি। এরপরেও ভবিষ্যতে এমন বেশ কয়েকটি পরীক্ষানিরীক্ষা চালানো হবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই মিসাইল উৎক্ষেপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এর মাধ্যমে যুদ্ধের হাতিয়ার তৈরির পথে আরও একধাপ এগিয়ে গেল ভারত। কারণ ক্রুজ মিসাইলের ইঞ্জিন তৈরি করা অত্যন্ত কঠিন বিষয়। বর্তমানে ১৫০ কিলোমিটার হলেও ভবিষ্যতে এই মিসাইলের রেঞ্জ আরও বাড়িয়ে তোলা যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

ছবি: সংগৃহীত


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

16 + two =