বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস


রাজকুমার দাস : দ্যা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ২০০২ সালে বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস হিসেবে আজ অর্থাৎ ১২ জুন কে বেছে নিয়েছিল। সেই থেকে পালিত হয়ে আসছে আজকের এই দিন। এখনো সারা বিশ্বে প্রায় ১৫২মিলিয়ন শিশু শ্রমিক আছে । আন্তর্জাতিক স্তরে তাই ক্যাম্পেন করে শিশুদের দিয়ে কাজ করানোটা যে অপরাধ তার প্রচার ও প্রসার হয়ে চলেছে সারা বিশ্ব জুড়ে।

আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য অসংখ্য বাবা মা তাদের শিশুদের কাজ করতে পাঠায় বিভিন্ন ক্ষেত্রে। যা একেবারেই প্রযোজ্য নয়। শিশুদের দ্বারা শ্রম দণ্ডনীয় অপরাধ জেনেও আজও চলছে এই শিশুদের নিয়ে কাজ করানোর প্রবণতা।আইনের ঊর্ধ্বে ফাঁক তাই এই ধরনের সমস্যা আজও দেখতে পাওয়া যায়।

আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা এখনো শিশুদের খাটনি চায়ের দোকানে, হোটেল রেস্টুরেন্টে, চলচ্চিত্রে প্রমুখ স্থানে শিশুদের পরিশ্রম করতে দেখতে পেলেও প্রতিবাদ করতে পারি না। এই প্রতিবাদ যেদিন কলরবে উচ্চারিত হবে সেদিনই হয়তো সত্যিকার সমাজের বদল ঘটবে। বিশ্বের সকল শিশুশ্রমের সাথে যুক্ত ক্ষুদেদের প্রতি সমবেদনা রইল, সমাজের এই বদলের অপেক্ষায় রইলাম।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

4 × 3 =