ভোরের আলোয় গজলডোবা


মুরারী মোহন কর্মকার : শিলিগুড়ি থেকে চল্লিশ মিনিটের পথ গজলডোবা। আর এখানেই মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের কয়েকশো কোটি টাকা বিনিয়োগে গড়ে উঠছে মেগা টুরিজম হাব। কটেজ-পার্ক-বোটিং সহ কত কী! বাড়বে কর্মসংস্থানও।

মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পের নাম ‘ভোরের আলো।’ একদিকে পাহাড় চূড়ায় মেঘের ছঁয়ে যাওয়া আরেকদিকে জঙ্গলে সবুজের আবির। তিস্তার বাঁক আর বোরোলির স্বাদ।

প্রকৃতির আচলে ঢাকা এই গজলডোবাই হতে চলেছে বানজারা বাঙালির নতুন ডেস্টিনেশন।।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

seven + 11 =