মলয় মুখোপাধ্যায়ের লক্ষ্য আর্জেন্টিনা ও দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ


রনতোষ মুখার্জী : পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ী সর্বশ্রী মলয় মুখোপাধ্যায়ের এবার লক্ষ্য আর্জেন্টিনা ও দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ Mount Aconcagua (22,837ft)। দেবাশীষ বিশ্বাসের আহ্বানে মলয় মুখার্জীর নেতৃত্বে কিরণ পাত্রের ব্যবস্থাপনায় অভিজিৎ রায় ও সৌরভ সিঞ্চন মন্ডলের দল এর আগে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ Mount Elbrus (18,510 ft) জয় করে এসেছেন। আরোহণ ট্রাস্টের সুবন্দোবস্তে এবারও সেই একই দল চলেছেন দক্ষিণ আমেরিকার উদ্দেশ্যে ।

২৫শে ডিসেম্বর ক্রিসমাসের দিন যাএা শুরু তাদের,আজ রাজভবনে রাজ্যপাল কেশরী নাথ এিপাঠি আগাম শুভেচ্ছা জানিয়ে অভিযাএী দলের হাতে তুলে দিলেন ভারতের জাতীয় পতাকা।।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

17 − fifteen =