#মিটু# নিয়ে এবার সরব বলিউডের দেশী গার্ল


নিজস্ব প্রতিবেদন : বলিউড থেকে হলিউড #মিটু# ঝড়ে মুখ খুলেছেন বহু অভিনেতা ও অভিনেত্রী। গত বছর সেপ্টেম্বরে বি-টাউনে প্রথম যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছিলেন তনুশ্রী দত্ত। তারপর একের পরে এক অভিনেত্রী এপ্রসঙ্গে মুখ খুলেছেন। 

এবার নিউ ইয়র্কে ‘ওম্যান ইন ওয়ার্ল্ড সামিট-২০১৯’এ #মিটু# নিয়ে প্রথম মুখ খুলেছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। কর্মক্ষেত্রে আরও অনেকের মতোই তাকেও কীভাবে যৌন হেনস্থার মুখোমুখি হতে হয়েছে এবার সে বিষয়ে মুখ খুলেছেন তিনি। প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয়। ‘হলিউডে এই মুভমেন্ট যেভাবে অভিনেত্রীদের কাছে শক্ত অস্ত্র হয়ে দাঁড়িয়েছে বলিউডেও কি সেভাবে এর প্রভাব পড়েছে?

প্রিয়াঙ্কা এবিষয়ে বলেন, ”যৌন হেনস্থা এমন একটা বিষয় যার মুখোমুখি মহিলাদের সঙ্গে বিভিন্ন সময়ে হতে হয়। তবে আজকাল অনেক মহিলাই এবিষয়ে মুখ খুলছেন, একে অপরের সমর্থনে অনেকেই এগিয়ে আসছেন। আর আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না। তবে আমরা সব সময়ই গলা চড়িয়ে এসেছি। আগে কেউ আমাদের কথা শোনেননি। এবিষয়ে এখন যেভাবে একে অপরের পাশে দাঁড়াচ্ছেন তাতে এটা আমাদের কাছে শক্তি হয়ে উঠেছে। এখন যদি আমাদের কারোর সঙ্গে এধরনের ঘটনা ঘটে আমরা আর নিজেকে একা মনে করব না। আর এটা নিয়ে আমরা লজ্জাও পাব না।”

‘ওম্যান ইন ওয়ার্ল্ড সামিট ২০১৯’এ যোগদানের কথা ইনস্টাগ্রামে শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ”এমন একজন মহিলার (টিনা ব্রাউন) অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি গর্বিত। এই অনুষ্ঠানের উদ্যোক্তা এমন একজন মহিলা যিনি কর্মক্ষেত্রের যৌন হেনস্থা নিয়ে মহিলাদের মুখ খোলার বিষয়ে আরও উৎসাহিত করেছেন। সেই টিনা ব্রাউনের সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে পেরে আমি গর্বিত।”


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

11 − ten =