রাজ্যে বন্যা রুখতে দিল্লিতে দরবার রাজ্যের মন্ত্রী সাংসদদের 


 

১৯ আগস্ট, ২০২১, নিজস্ব প্রতিবেদন: বারবার বন্যা হচ্ছে রাজ্যের সর্বত্র। তাই রাজ্যে বন্যা রুখতে একাধিক দাবি নিয়ে কেন্দ্রীয় সেচমন্ত্রক এবং নীতি আয়োগে দরবার করতে যাচ্ছেন রাজ্যের মন্ত্রী ও সাংসদদের একটি দল। বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ঘাটাল মাস্টার প্ল্যানের পাশাপাশি দিঘা ও সুন্দরবন মাস্টার প্ল্যানের দাবি জানাবে রাজ্য। একইসঙ্গে ডিভিসি’র জল ছাড়া নিয়েও নীতি তৈরি করার আবেদন জানানো হবে। মুখ্যমন্ত্রী বলেন, “জরুরি ভিত্তিতে মন্ত্রীদের একটা দল পরের সপ্তাহে দিল্লিতে পাঠাচ্ছি সেচমন্ত্রী ও নীতি আয়োগের কাছে। সেখানে আমাদের চারটি দাবি থাকবে।” মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘ ৪০-৫০ বছর ধরে লড়াই চলছে। যা আজও করা হয়নি। ঘাটাল মাস্টার প্ল্যান না হলে প্রতি বছরই ডিভিসি জল ছাড়বে আর ঘাটালে বন্যা হবে। এছাড়াও তিনি বলেন, ডিভিসির সংস্কার করতে হবে। তেনুঘাট, পাঞ্চেত, মাইথনে ঠিকমত ড্রেজিং করা হলে ওখানে দু’লক্ষ কিউসেক জল আরও বেশি ধরবে। যে জল ছেড়ে দেওয়ায় বন্যা হচ্ছে প্রতি বছর। মুখ্যমন্ত্রীর বক্তব্য, “আমরা চাই ডিভিসির জল ছাড়া বন্ধ হোক ও সরকার এই বিষয়ে পলিসি করুক।”

ছবি: সংগৃহীত


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

5 × two =