সপ্তম দফায় নয় আসনের লড়াইয়ে কে কার বিরুদ্ধে, একনজরে


নিজস্ব প্রতিবেদন : বারাসত লোকসভা কেন্দ্র থেকে এবার ফের প্রতিদ্বন্দিতা করছেন কাকলি ঘোষ দস্তিদার। তাঁর বিরুদ্ধে লড়াইয়ে রয়েছেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হরিপদ বিশ্বাস।

বসিরহাটে এবার আনকোরা প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে বিজেপির সায়ান্তন বসুর বিরুদ্ধে লড়াই করছেন অভিনেত্রী নুসরত জাহান।

ডায়মন্ডহারবারে এবার জোর লড়াই। তৃণমূলের হেভিওয়েট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে সিপিএমের ফুয়াদ হালিম। রাজ্য বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আবদুল হালিমের ছেলে ফুয়াদের ওপরে যথেষ্ঠই আশা রাখাছে সিপিএম।

দমদমে দুবারের সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে এবার লড়াই করছেন বিজেপির শমীক ভট্টাচার্য ও সিপিএমের নেপালদেব ভট্টাচার্য।

যাদবপুর নিয়ে এবার উত্তেজনা তুঙ্গে। তৃণমূল কংগ্রেস এবার সেখানে প্রার্থী করেছে অরাজনৈতিক ব্যক্তিত্ব মিমি চক্রবর্তীকে। তাঁর বিরুদ্ধে লড়াই করছেন কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ ভট্টাচার্য। বিজেপির পক্ষে ময়দানে রয়েছেন প্রাক্তন তৃণমূল নেতা অনুপম হাজরা।

মথুরাপুর কেন্দ্রে এবার ফের লড়াইয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ চৌধুরি মোহন জাটুয়া। প্রাক্তন এই আইপিএসের বিরুদ্ধে লড়াইয়ে রয়েছেন বিজেপির শ্যামাপ্রসাদ হালদার।

কলকাতা উত্তরে এবার লড়াইয়ে রয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে লড়াইয়ে রয়েছেন বিজেপির রাহুল সিনহা। বিজেপির জন্য এই আসনটি প্রেস্টিজ ফাইট।

কলকাতা দক্ষিণ কেন্দ্রে এবার তৃণমূলের পক্ষে লড়াই করছেন মালা রায়। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দিতা করছেন বিজেপির চন্দ্র বোস ও সিপিএমের নন্দিনী মুখোপাধ্যায়।।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

sixteen − 5 =