স্বাধীনতা দিবসের আগে রেড রোডের নজরদারিতে মোতায়েন প্রায় ৫০০ সিসিটিভি(CCTV) 


১০ আগস্ট, ২০২১, নিজস্ব প্রতিবেদন: কিছুদিন আগেই কলকাতা থেকে ধরা পড়েছে একাধিক জেএমবি জঙ্গি। তাই স্বাধীনতা দিবসের আগে শহরকে নিরাপত্তার চাদরে মুড়তে রেড রোডের নজরদারিতে মোতায়েন করা হচ্ছে প্রায় ৫০০ অতিরিক্ত সিসিটিভি(CCTV)। নিরাপত্তা ও নজরদারির জন্য থাকবে প্রায় দু’হাজার পুলিশ। লালবাজারের সূত্র জানিয়েছে, অতিরিক্ত সিসিটিভি’র মাধ্যমে কড়া নজরদারি রাখা হবে। মনে করা হচ্ছে এই বছর রেড রোডে প্রায় ৪০ মিনিট প্যারেড অনুষ্ঠিত হতে পারে। অপরদিকে কলকাতা পুলিশের পক্ষ থেকে কুচকাওয়াজ করবে র্যােপিড অ্যাকশন ফোর্স। এমনকি রাজ্য পুলিশের পক্ষ থেকে মহিলা সশস্ত্র বাহিনী থাকবে কুচকাওয়াজে। একই দিনে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রচারের জন্য ট্যাবলো নামছে রাস্তায়।

ছবি: সংগৃহীত


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

5 × one =