অযোধ্যা পাহাড়ের আদিবাসীদের শীতবস্ত্র উপহার দিলেন বাগনান যুবক বৃন্দের সদস্য রিমন পাঠক


রুপম দাস:  পুরুলিয়া যেন কাছে টানে মানুষটাকে আমি এখন যার কথা বলব তিনি বাগনান যুবক বৃন্দের রিমন পাঠক, ঘুরতে খুব ভালোবাসেন তিনি, আরেকটা জিনিস ভালোবাসেন মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করতে, বাগনান যুবক বৃন্দের হয়ে রবিবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের একটি আদিবাসী গ্রামে পৌঁছে যান ক্লাব সদস্য ও বন্ধু-বান্ধবদের নিয়ে, কিছুটা সময় কাটিয়ে আসে ওই পাহাড়ের আদিবাসী মানুষদের সাথে এবং ১০০ জন গ্রামের মানুষকে কম্বল উপহার দেন, যাদের জীবিকা চলে পাহাড়ের কোলে গাছের শুকনো ডাল কেটে গাছের মধু পেরে, বাগনান যুবক বৃন্দের সভাপতি রিমন পাঠক জানান আমরা প্রতিবছরই কোথাও না কোথাও এই মানুষগুলোর জন্য ছুটে যাই যেমন- ঝারগ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ইত্যাদি জায়গায়, তিনি আরো জানান এইসব মানুষগুলো হাতে কিছু উপহার তুলে দিতে পেরে খুব ভালো লাগছে, যতদিন পারব এইসব মানুষের পাশে থাকার চেষ্টা করবো এগুলো আমাদের দান নয় এগুলো আমাদের উপহার,


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

sixteen − 3 =