বিজেপি’র নির্লজ্জ ভোটপ্রচার, আতঙ্কে মুসলিমরা


নিজস্ব প্রতিবেদন : আবার সেই ধর্মকে আশ্রয় করে বিজেপি’র ভোট প্রচারের জিগির। এবং এই খুল্লাম খুল্লা নির্লজ্জতায় বিশেষ একটি ধর্মের নিরাপত্তাহীনতায় ভোগা। ২০১৫ সালে ফ্রিজে গো-মাংস রাখার ভুয়ো অভিযোগ তুলে পিটিয়ে পিটিয়ে বৃদ্ধ আখলাককে হত্যা করেছিল হিন্দু গো-রক্ষকরা। সেই হত্যালীলার ঘটনা এখনো ভুলতে পারেনি গোটা দেশ। গো-রক্ষকদের উস্কে ছিল স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় রানার ছেলে বিশাল। বিশাল এখন জামিনে মুক্ত। এবার যোগী আদিত্যনাথের নির্বাচনী মিছিলের প্রথম সারিতে দেখা গেল আখলাক হত্যাকান্ডের প্রধান অভিযুক্তকে।

রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২০১৯ এর লোকসভা নির্বাচনী প্রচারের জন্যে মিছিল করে। যোগীর এই মিছিল ঘিরে সারাদেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। যোগীর এই মিছিল ঘিরে আতঙ্কে রয়েছে স্থানীয় মুসলিম সম্প্রদায়। যে সম্প্রদায়ের মানুষকে(আখলাক) মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়, সেই হত্যাকারীকে প্রথম সারিতে রেখে যোগীর মিছিলকে ভালোভাবে নিচ্ছেনা স্থানীয় মুসলিমরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

five × 3 =