সকালে তাপসের প্রশংসা করে দলের কোপে কুণাল!বিকেলেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হল কুণাল ঘোষকে


দেবরীনা মণ্ডল সাহা :- লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত তৃণমূলের | কুণাল ঘোষকে রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হল | বুধবার একটি রক্তদান শিবিরে তাঁকে বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করতে শোনা যায় | তার কয়েক ঘণ্টার মধ্যে তৃণমূলের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে | তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন বিবৃতি দিয়ে কুণালের বিরুদ্ধে এই পদক্ষেপের কথা জানিয়েছেন |

সুদীপের সঙ্গে সংঘাতের জেরে কয়েক মাস আগে দলের মুখপাত্রের পদ থেকেও ইস্তফা দেন কুণাল | এবার দলের সমস্ত পদ থেকেই সরিয়ে দেওয়া হল তাঁকে | ডেরেক ও ব্রায়েন বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘সম্প্রতি কুণাল ঘোষ এমন কিছু মন্তব্য করেছেন যা দলের মতামতের সঙ্গে মেলে না | এটা স্পষ্ট করে দেওয়া দরকার যে এগুলি তাঁর ব্যক্তিগত মতামত এবং কোনওভাবে দলের নয় | একমাত্র তৃণমূল কংগ্রেসের সদর দফতর থেকে যে বিবৃতি দেওয়া হবে সেগুলিকেই দলের মতামত বলে গণ্য করতে হবে |’একই সঙ্গে ওই বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়, ‘কুণাল ঘোষকে আগেই দলের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল | এবার তাঁকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকেও সরিয়ে দেওয়া হল |’

বুধবার সকালেই প্রাক্তন তৃণমূল নেতা এবং বিজেপির উত্তর কলকাতার প্রার্থী তাপস রায়ের পাশে দাঁড়িয়ে তাঁর প্রশংসা করেছিলেন কুণাল | উত্তর কলকাতার ৩৮ নম্বর ওয়ার্ডে একটি ক্লাবের রক্তদান শিবিরে আমন্ত্রিত ছিলেন দু’জনেই | তাপসের উপস্থিতিতেই কুণাল সেখানেই তাঁর বক্তৃতায় বলেন, ‘‘তাপস রায় যত দিন জনপ্রতিনিধি ছিলেন, তত দিন মানুষকে পরিষেবা দিয়েছেন | দিন-রাত তাঁর দরজা মানুষের জন্য খোলা থাকত| মানুষ যখন তাঁকে ডেকেছেন তখন পেয়েছেন |’’ কুণাল এ-ও বলেন, ‘‘এলাকার মানুষকে ঠিক করতে দিন, কাকে তাঁরা প্রার্থী হিসাবে বেছে নেবেন | ছাপ্পা ভোট যেন না হয় |’’কুণালের এই মন্তব্যে কার্যত অস্বস্তিতে পড়তে হয়েছিল তৃণমূলকে | এর কয়েক ঘণ্টার মধ্যেই কুণালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হল। যদিও এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কুণাল ঘোষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি | কুণাল ঘোষ অতীতেও একাধিক মন্তব্য করেছেন যা নিয়ে বিস্তর চর্চা হয়েছে | সুদীপের সঙ্গে তাঁর সম্পর্ক সমীকরণ নতুন নয় | তার উপর ভোটের আগে এভাবে বিজেপি প্রার্থীর প্রশংসা কার্যত অস্বস্তিতে ফেলেছিল দলকে | এই প্রেক্ষিতে কুণালের বিরুদ্ধে পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে |


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

5 × four =