শঙ্খ ভট্টাচার্য: জাতি ধর্মের ভেদাভেদ ভুলে, অরাজনৈতিক মানসিকতায় নলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস শেখ মহম্মদ সিদ্দিকের উদ্যোগে পালিত হল রাখিবন্ধন উৎসব। সারাবাংলা তথা দেশব্যাপী রাজনৈতিক ভেদাভেদ। কোথাও ধর্মের রাজনীতি আবার কোথাও রাজনৈতিক তরজা। সমস্ত বিভেদ ভুলে বাংলা তথা সারা দেশ মেতে উঠলো পবিত্র রাখি বন্ধন উৎসবে। হাওড়া জেলার নলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেখা গেল ভ্রাতৃত্বের ব্ন্ধন। সাঁকরাইল ব্লকের বিধায়িকা প্রিয়া পাল সকলের হাতে পড়িয়ে দিলেন রাখি।  বার্তা দিলেন, রাজনৈতিক ভেদাভেদ নয় আজ ভ্রাতৃত্বের বন্ধন। সকলের হাতে রাখি পরিয়ে দিয়ে দিনটি উদযাপন করল নলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সদস্যরা।নলপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ মোহাম্মদ সিদ্দিক মহাশয় এর উদ্যোগে এবং পঞ্চায়েতের সদস্যদের সহযোগিতায় আরম্ভর সঙ্গে দিনটি পালিত হল। শেখ মোহাম্মদ সিদ্দিক জানান, “আজ সৌভ্রাতৃত্বের বন্ধন। তাই বাড়ির মা বোনেরা রাস্তায় দাঁড়িয়ে পথচলতি সকল মানুষের হাতে রাখি পরিয়ে দিলেন। এক পবিত্র বন্ধন তৈরি হলো তাদের মধ্যে। সাড়া বাংলাব্যাপী রাখির বন্ধনে এক সুতোয় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনুপ্রেরণায় আজ আবারও এই সৌভাগ্যের বন্ধনে সকলে আবদ্ধ হলাম”।

 

 


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

7 − two =