রথীন চক্রবর্তীর রবিবাসরীয় প্রচার,হাওড়া সদরে প্রচারে সর্বত্র বিজেপি!নির্বাচনী প্রচারে আত্মবিশ্বাসের সুর রথীনের কণ্ঠে


শঙ্খ ভট্টাচাৰ্য :-সূর্যের তাপ আর রাজনৈতিক উত্তাপ সব মিলিয়ে পারদ চড়ছে |লোকসভা ভোটে জয়ী হতে জোকদমে প্রচার চালাচ্ছেন সকল রাজনৈতিক দলের প্রার্থীরা |প্রচারে পিছিয়ে নেই হাওড়া সদরের গেরুয়া শিবিরের প্রার্থী চিকিৎসক রথীন চক্রবর্তী | নিজের এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ প্রার্থী | আর প্রার্থী ঘোষণার পরের দিন থেকেই হাওড়া সদরে জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছেন রথীন চক্রবর্তী |আর এই প্রখর রৌদ্রে একদিনও বাদ দিতে চান না প্রচার |রবিবার দলীয় কর্মী-সমর্থকদের সাথে নিয়ে হুডখোলা জিপে করে হাওড়া সদরে প্রচার সারলেন রথীন চক্রবর্তী |এদিন আন্দুল স্টেশন রোড থেকে পেট্রোল পাম্প হয়ে মৌরী গ্রাম স্টেশন পর্যন্ত যায় র‍্যালি| তারপর দ্যুইলা পঞ্চায়েত এলাকা প্রদক্ষিণ করে সেই র‍্যালি |কমপক্ষে ২০ টি টোটো,৫০-৬০ টি বাইকে করে ছিলেন কর্মী-সমর্থকরা | বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করলেন প্রার্থী |

প্রখ্যাত চিকিৎসক ভোলানাথ চক্রবর্তীর ছেলে রথীনবাবু অতীতে হাওড়ায় তৃণমূলের মেয়র ছিলেন | একুশের বিধানসভা ভোটের আগে রথীন চক্রবর্তী যোগ দেন বিজেপিতে | একুশের ভোটে রথীনকে প্রার্থী করেছিল বিজেপি | তাঁর বিপক্ষে তৃণমূলের প্রার্থী ছিলেন ক্রিকেটার মনোজ তিওয়ারি | বিধানসভায় রথীনকে বিপুল ব্যবধানে পরাস্ত করেন মনোজ | শিবপুর বিধানসভা হাওড়া লোকসভার মধ্যেই পড়ে। এবার তাঁকেই হাওড়া লোকসভা আসনে প্রার্থী করেছে বিজেপি | হাওড়া লোকসভার ভোট ২০ মে|যদিও নিজের জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী রথীন চক্রবর্তী। ডাক্তারবাবুর কথায়, এলাকার মানুষ আমাকে চেনেন, জানেন | তাঁরা নিশ্চয়ই আমাকে কাজ করার সুযোগ করে দেবেন |মানুষের কাছে ভোট পূর্বে ১৮ ই মে পর্যন্ত জনসংযোগ অব্যাহত থাকার কথাও বলেন রথীন চক্রবর্তী | পাশাপাশি গরমে সাধারণ মানুষদের পাশাপাশি ভোটে সমস্ত রাজনৈতিক কর্মীদের সুস্থ থাকার নানা পরামর্শও দেন প্রার্থী তথা চিকিৎসক রথীন চক্রবর্তী | পাশাপাশি ভোটে শাসক দলের সন্ত্রাসের কথাও উল্লেখ করেন তিনি |


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

eleven + twelve =