হাওড়া সদরে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী,তৃণমূলকে জনবিচ্ছিন্ন দল বলে কটাক্ষ রথীনের!


শঙ্খ ভট্টাচাৰ্য :- বিজেপি এবং তৃণমূলের দুই হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই জমজমাট ছিল হাওড়া |রাজনৈতিক মহল বলছে, মনোনয়ন জমা দেওয়ার দিনই দুই প্রার্থী কার্যত তাঁদের শক্তি প্রদর্শন করলেন হাওড়ার রাজপথে। বুঝিয়ে দিলেন, ভোটের ময়দানে তাঁরা কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছেড়ে দেবেন না |

মঙ্গলবার সকালে গেরুয়া শিবিরের প্রচুর কর্মী-সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পেশ করলেন হাওড়া সদরের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী | এদিন জেলাশাসকের অফিসে মনোনয়ন জমা দিয়ে রথীন চক্রবর্তী তাঁর জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী বলে জানালেন | এদিন মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রথীন চক্রবর্তী তৃণমূলকে কটাক্ষ করে বলেন সম্পূর্ণ জনবিচ্ছিন্ন একটি দল, সেই দল থেকে যারা দাড়িয়েছেন তাঁরা জনবিচ্ছিন্ন, যারা প্রতিনিধিত্ব করছেন তাঁরা আরও জনবিচ্ছিন্ন |মোদীর প্রশংসা করে এদিন রথীন চক্রবর্তী বলেন,যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন | সেই বিকশিত ভারতের হাস্যময় রূপ প্রতিটি মানুষের মধ্যে ফুটে উঠছে, প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে আশীর্বাদ করছেন | আর তাই মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে জেতার ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসের সুর এদিন শোনা গেল রথীন চক্রবর্তীর কণ্ঠে |


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

fifteen − 10 =