ফের হেলিকপ্টার বিপত্তি!বসার সময় হোঁচট খেয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী,এখন কেমন আছেন?


দেবরীনা মণ্ডল সাহা :- ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | দুর্গাপুরে হেলিকপ্টারে চড়তে গিয়ে বিপত্তি| কপ্টারের ভিতরেই হোঁচট খেয়ে পড়ে যান রাজ্যের মুখ্যমন্ত্রী | জানা যাচ্ছে, সিটে বসতে গিয়ে হোঁচট খান তিনি | সঙ্গে সঙ্গে তাঁকে উঠতে সাহায্য করেন সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী | তবে মুখ্যমন্ত্রীর চোট তেমন গুরুতর নয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে |শনিবার আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে ২টি জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর | সেজন্য বেলা ১টা নাগাদ দুর্গাপুর থেকে হেলিকপ্টারে ওঠেন তিনি | গাড়ি থেকে নেমে সিঁড়ি বেয়ে তিনি মাথা নিচু করে হেলিকপ্টারে প্রবেশ করেন | হেলিকপ্টারের ভিতরে পা রাখতেই কোনও কিছুতে হোঁচট খেয়ে পড়ে যান তিনি | সঙ্গে সঙ্গে তাঁকে উঠতে সাহায্য করেন সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী | গোটা ঘটনা ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায় |

মুখ্যমন্ত্রী পড়ে গেলেও নির্দিষ্ট সময়েই আকাশে ওড়ে হেলিকপ্টারটি | কিন্তু মুখ্যমন্ত্রী পড়ে গিয়ে কতটা আহত হয়েছেন তা নিয়ে উদ্বেগ ছড়ায় | যদিও পরে জানা যায়, নির্দিষ্ট সময়ে কুলটিতে অবতরণ করে হেলিকপ্টার |

বিগত বেশ কয়েকদিন ধরে তীব্র দাবদাহের মধ্যে একটানা রাজ্যের বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের | দুটি দফা নির্বাচন সবে মাত্র শেষ হয়েছে | গত কয়েকদিন আগে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে জনসভায় বক্তব্য রাখার সময়ে মুখ্যমন্ত্রী বলেন, “প্রচন্ড গরম | সবাই ভাবছে হেলিকপ্টারে করে উনি যাতায়াত করেন | কিন্তু হেলিকপ্টার এর ভেতরটা হিট চেম্বার হয়ে থাকছে | গরমে শরীরের সমস্ত জল শুকিয়ে যাচ্ছে|” আর এদিন হেলিপ্টারে উঠতে গিয়েই ঘটে অঘটন | সম্প্রতি আরও একবার চোট পেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী | সেদিও বর্ধমানের একটি সরকারি অনুষ্ঠান থেকে ফিরছিলেন তিনি | তবে সেই সময় আকাশ ছিল ঘন কুয়াশায় ঢাকা | তাই হেলিকপ্টার চালানো অসুবিধা হওয়ায় সড়ক পথে গাড়ি করে ফিরছিলেন মুখ্যমন্ত্রী | সেই সময়ই দুর্ঘটনার কবলে পড়েন তিনি | চোট পান মাথায় | এরপর মার্চ মাসে বাড়িতেই পড়ে কপাল ফেটে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের | কপালে ও নাকে ৪টি সেলাই পড়ে তাঁর | এর মধ্যে ফের দুর্ঘটনার কবলে পড়লেন মুখ্যমন্ত্রী | তাঁর বার বার আহত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন রাজ্যবাসী |


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

2 × five =