সৌজন্যের নজির হাওড়ায়!’আশীর্বাদ’ চাইতে অরূপ রায়ের বাড়িতে হাজির রথীন চক্রবর্তী,দেখা না পেলেও রথীনকে শুভেচ্ছা জানালেন অরূপ


শঙ্খ ভট্টাচাৰ্য :- গত বিধানসভা ভোটে তৃণমূল ছেড়েছিলেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র তথা চিকিৎসক রথীন চক্রবর্তী |সেই রথীন চক্রবর্তীকে এইবার লোকসভা ভোটে হাওড়া সদর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে গেরুয়া শিবির |শনিবার প্রচারে বেরিয়ে মন্ত্রী অরূপ রায়ের ‘আশীর্বাদ’ নেওয়ার জন্য তাঁর বাড়িতে পৌঁছে গেলেন রথীন চক্রবর্তী | তবে অরূপ রায় বাড়িতে থাকলেও ‘ব্যস্ততার কারণে’ তাঁর সঙ্গে দেখা হয়নি | তবে রথীন জানান, রাজনৈতিক মতপার্থক্য রয়েছে | সৌজন্যের খাতিরে তিনি অরূপ রায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন |

লোকসভা ভোটের আবহে এরই মধ্যে সৌজন্যের নজির গড়ছেন যেমন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী |রথীন চক্রবর্তী সারা হাওড়া কেন্দ্র চষে বেড়াচ্ছেন প্রবল গরমেও, জনসংযোগ চলছে দিনভর|| এবার রথীন চক্রবর্তী সরাসরি পৌঁছে গেলেন তাঁর পূর্ব-দলের সতীর্থ অরূপ রায়ের বাড়ি | শনিবার সকালে হাওড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাসুন্দিয়া রোডে নির্বাচনী প্রচার করছিলেন হাওড়া সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী | তার হুডখোলা জিপ যখন ষষ্ঠীতলায় পৌঁছায় , তখন তিনি গাড়ি থেকে নেমে সরাসরি রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়ের বাড়িতে ঢুকে পড়েন|
সেই সময় অবশ্য মন্ত্রী নিজের অফিসে ছিলেন না | বাড়িতে নিজের কাজে বেরোনোর জন্য তৈরি হচ্ছিলেন | ফলে অরূপ রায়ের সঙ্গে তাঁর দেখা হয়নি | এদিন রথীন চক্রবর্তী বলেন, তিনি এই এলাকার পুরনো বাসিন্দা। ২৬ নম্বর ওয়ার্ডে প্রচারের সময় তিনি মন্ত্রীর বাড়িতে যান, যদিও তাঁর সঙ্গে দেখা হয়নি | তাড়া থাকায় তিনি তাঁর বাড়ির লোকেজনের সঙ্গে সাক্ষাৎ করে আসেন |
হাওড়ার বিজেপি প্রার্থী আরও জানালেন,তিনি সৌজন্যবোধের রাজনীতিতে বিশ্বাস করেন | তাই অগ্রজ অরূপদার আশীর্বাদ চান | তিনি জানান শুভ কাজে বিশিষ্ট ও শ্রদ্ধেয় মানুষদের নমস্কার করাটা তাদের রীতি,সেটাই করেছি |

এ প্রসঙ্গে মন্ত্রী অরূপ রায় বলেন, প্রার্থীর সঙ্গে তাঁর দেখা হয়নি কারণ তিনি ব্যস্ত ছিলেন | তবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সৌজন্যবোধ ছিল, আছে এবং থাকবে | তিনিও সৌজন্যবোধে বিশ্বাস করেন | পাশাপাশি লড়াইয়ের ময়দানে নামার জন্য প্রাক্তন সতীর্থ রথীন চক্রবর্তীকে ভোট লড়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন অরূপ রায় |


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

4 + eleven =