যখন সময় থমকে দাঁড়ায়


নিজস্ব প্রতিবেদন : ১৯৯৩ সালের অগস্ট মাস,একগাল দাড়ি আর উসকোখুসকো চুল নিয়ে কলার তোলা এক উদ্ধত যুবক গেয়েছিলেন ‘এই বেশ ভাল আছি’। বাকিটা ইতিহাস। জন্ম হয়েছিল বাংলা গানের এক সুপারস্টারের।তারপর একের পর এক সাফল্য মুঠোয় পুরে অন্তবিহীন পথ চলা। দু’চোখে আকাশ আর ডানায় আগুন নিয়ে সেই পথচলা আজও বিরামহীন। নচিকেতার গানেই একদিন চাঁদ-ফুল-জোৎস্না আর গুঞ্জন প্রেমের একঘেয়েমি থেকে নতুন প্রজন্ম খুঁজে পেয়েছিল নতুন ‘নীলাঞ্জনা’ কে,। নচিকেতার গান মানে শুধু কথা আর সুর নয়, একটা বোধ। যে বোধ থেকে জন্ম নেয় ‘আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম’ বা ‘আমি সরকারী কর্মচারী’র মত সৃষ্টি। নচিকেতার গানের এই বোধ প্রতিবাদ করতে শেখায়, প্রশ্ন তুলতে শেখায়।

তবু এই প্রজন্মের কাছে তার গ্রহনযোগ্যতা কমে গেছে বলে নিজেই অকপট শিল্পী। কারনও ব্যখ্যা করেছেন নিজেই-‘যে প্রজন্ম সারাক্ষণ মোবাইলে ঘাড় গুঁজে থাকে তাদের কাছে আমার গ্রহনযোগ্যতা নেই,আমার গান শুনতে গেলে মাথা তুলে দাঁড়াতে হয়’–এভাবে একমাএ নচিকেতাই বলতে পারেন।

শুভ জন্মদিন নচিকেতা চক্রবর্তী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

16 − 8 =