হাওড়ায় অস্ত্র হাতে রামনবমীর মিছিলে গেরুয়া শিবির!রাষ্ট্রদ্রোহী শক্তিরা ভারতের সনাতনীদের বারবার আক্রমণের চেষ্টা করছেন, অস্ত্র মিছিল প্রসঙ্গে বিরোধীদের কটাক্ষ রথীনের


শঙ্খ ভট্টাচাৰ্য :- হাওড়ায় বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর রামনবমীর মিছিলে দেখা গেল অস্ত্র। প্রকাশ্য দিবালোকে তলোয়ার হাতে দেখা গেল বিজেপি নেতা-কর্মীদের। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে তুমুল বিতর্ক।

বুধবার সকালে মধ্য হাওড়ার শ্যামাশ্রী সিনেমা মোড় থেকে রামরাজাতলা পর্যন্ত রামনবমীর শোভাযাত্রা বার করে বিজেপি৷ শোভাযাত্রার সামনেই ছিলেন হাওড়া সদর লোকসভার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী এবং বিজেপির হাওড়া সদরের সভাপতি। ওই শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের অনেকের হাতেই ছিল খোলা তরোয়াল৷ বিজেপির হাওড়া সদরের সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্যকে হাতে খোলা তরোয়াল নিয়ে মিছিলে হাঁটতে দেখা গিয়েছে |

এ প্রসঙ্গে হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী রামনবমীর দিনে অস্ত্র মিছিলকে সমর্থন করে বলেন, ‘ ভারতীয় সংস্কৃতিতে অস্ত্র ও অস্ত্র শক্তির পূজা অতি সনাতন। ভারতের উত্তর, মধ্যভাগের বিস্তীর্ণ এলাকা জুড়ে সনাতনী পরিবারের সদস্যরা এর পূজা করে আসছেন, এটা নতুন কিছু না। এটা পূজার অঙ্গ, তাই এর অঙ্গ ছেদ করে এটা করা যায় না। ঠিক যেমন মাতৃশক্তির পূজাতে তার দশ অঙ্গের শক্তির উপাসনা করা হয় অস্ত্র সহ। একইভাবে এটাও পূজার অঙ্গ। এটাকে বিচ্ছিন্ন করে দেখানোর চেষ্টা হচ্ছে। ভারতের সনাতনীদের উপর রাষ্ট্রদ্রোহী শক্তির আক্রমণের বারবার চেষ্টা করা হচ্ছে।’ এ প্রসঙ্গে রমাপ্রসাদ বলেন, ‘‘রাম আমাদের গর্ব, আমাদের অহঙ্কার, আমাদের পরম্পরা। তাই প্রতি বারের মতো এ বারও রামনবমীতে পথে নেমেছি। এটা অস্ত্র মিছিল নয়। এটা তো প্রতীকী। এই অস্ত্র কাউকে মারার জন্য নয়। বাংলায় আমরা মা দুর্গার পুজো করি, সেখানেও তো অস্ত্র থাকে। তাই বলে কি আমরা মায়ের সামনে যেতে ভয় পাই? এটা অস্ত্র মিছিল নয়, প্রতীকী।’’


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

fourteen − thirteen =